“শিঘ্রই সারাদেশে কঠোর বিধিনিষেধ”
🕧Published on:
সেবা ডেস্ক: দেশে করোনায় আক্রান্তে’র সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটি’র প্রস্তাবনা অনুযায়ী দুই একদিনে’র মধ্যেই কঠো’র বিধিনিষেধ আরোপ করা হবে।
মানিকগঞ্জে’র
গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিত’রণ অনুষ্ঠানে শনিবা’র দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেছেন।
এ সময় জাহিদ মালেক
আরো বলেন, দেশে করোনায় আক্রান্তে’র
সংখ্যা আগে’র চেয়ে ৪০০ গুণ
বেশি। তবে এখনো শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধে’র মতো পরিস্থিতি হয়নি।
আক্রান্তে’র হা’র অতিরিক্ত বৃদ্ধি
পেলে এ বিষয়ে সিদ্ধান্ত
নেয়া হবে।
এ’র
আগে, বৃহস্পতিবা’র (৬ জানুয়ারি) এক
ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে
আসা যাবে না বলে
জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকা’র আনোয়ারুল
ইসলাম। করোনা’র নতুন ভেরিয়েন্ট ওমিক্রন
সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রিসভা’র বিশেষ
বৈঠক শেষে এ কথা
জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। স’রকারে’র বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নানা নির্দেশনাও দেন।
ভিডিও
কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও
প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
মন্ত্রিপরিষদ
সচিব আরো বলেন, লঞ্চ
ও ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন
সার্টিফিকেট বাধ্যতামূলক করা’র চিন্তা ক’রছে স’রকা’র। এ ছাড়া বাড়ি’র
বাইরে মাস্ক ছাড়া চলাচল বন্ধ
থাকবে।
তিনি
বলেন, করোনা’র দুই ডোজ ভ্যাকসিন
না নিলে ট্রেন ও
উড়োজাহাজে চলাচল করা যাবে না।
সেইসঙ্গে রেস্তোরাঁ, শপিংমলেও প্রবেশ করা যাবে না।
এছাড়া সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে
সমাগম সীমিত রাখতে হবে বলেও জানান
তিনি।
খন্দকা’র
আনোয়ারুল ইসলাম বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে
যাত্রী চলাচলে’র সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ
ক্ষেত্রে কোনো ভাড়া বাড়ানো
যাবে না। এটি পরিবহন
সংশ্লিষ্টদে’র বলে দেওয়া হবে।
বুস্টা’র ডোজ নিয়ে তিনি বলেন, বুস্টা’র ডোজ দেওয়া’র বয়স সীমা ৬০ থেকে কমানো হবে। ফ্রন্টলাইনা’ররা শিগগি’রই বুস্টা’র ডোজ পাবেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।