আবারও লকডাউন দেওয়ার আশঙ্কা প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
আবারও লকডাউন দেওয়ার আশঙ্কা প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী



সেবা ডেস্ক: করোনা সংক্রমণে’র হা’র বাড়লে লকডাউনে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবা’র বিকেলে মানিকগঞ্জে ২৫০ শয্যা’র জেলা হাসপাতালে করোনা টিকা’র বুস্টা’র ডোজ উদ্বোধনকালে তিনি আশঙ্কা’র কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে স’রকারে’র লকডাউন দেওয়া’র কোনো পরিকল্পনা নেই। তবে সংক্রমণে’র হা’র বাড়লে লকডাউনে যেতে হতে পারে।

সময় তিনি বলেন, জানুয়ারিতে কোটি ডোজ টিকা’র দেওয়া’র পরিকল্পনা ‘রয়েছে। এপ্রিল-মে মাসে বাংলাদেশে’র ১২ কোটি মানুষেকে আমরা সেকেন্ড ডোজ দিয়ে দিতে পা’রবো। পাশাপাশি বুস্টা’র ডোজও আমরা দিয়ে দিতে পা’রবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম বেগবান করা’র জন্য প্রতিটি ওয়ার্ডে টিকা’র ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে টিকা দেওয়া হবে।

বুস্টা’র ডোজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরে’র পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’র লাইন ডিরেক্ট’র ডা. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদে’র চেয়া’রম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিভিল সার্জন (ভা’রপ্রাপ্ত) লুৎফ’র ‘রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরে’র মার্চ দেশে প্রথম জনে’র দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ’র ১০ দিন প’র ওই বছরে’র ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনে’র মৃত্যু হয়। চলতি বছরে’র ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনে’র মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসে’র প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরে’র মার্চ। প্রথম রোগী শনাক্তে’র ১০ দিন প’র গত বছরে’র ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু’র তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্ত’র। সেই বছ’র সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনে’র।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছ’র জুন থেকে রোগী’র সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজা’র ২৩০ জনে’র করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরে’র গত জুলাই প্রথমবারে’র মতো দেশে করোনায় মৃতে’র সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এ’র মধ্যে ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারি’র মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ’রপ’র বেশকিছু দিন শতাধিক মৃত্যু হয়।

এ’রপ’র গত ১৩ আগস্ট মৃত্যু’র সংখ্যা ২০০ এ’র নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকা’র প’র গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এ’র নিচে নেমে আসে।

২০২০ সালে’র এপ্রিলে’র প’র চলতি বছরে’র ১৯ নভেম্ব’র প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পা’র করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারে’র মতো ডিসেম্ব’র মৃত্যুশূন্য দিন পা’র করেছে দেশ।

 

বাংলাদেশে করোনা’র সর্বশেষ পরিস্থিতি

বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো জনে’র মৃত্যু হয়েছে। নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজা’র ৭৬ জন। এছাড়া একই সময়ে ৩৭০ জনে’র দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজা’র ৯০৯ জন।

শনিবা’র বিকেলে স্বাস্থ্য অধিদফতরে’র এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৩ জন। পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজা’র ৩০৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তে’র হা’র দশমিক ৪৩ শতাংশ। পর্যন্ত করোনা শনাক্তে’র গড় হা’র ১৩ দশমিক ৭৮ শতাংশ। সুস্থতা’র হা’র ৯৭ দশমিক ৬৯ শতাংশ। করোনায় মৃত্যু’র হা’র দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে করোনায় জনে’র মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপু’র ময়মনসিংহ বিভাগে করোনায় কারো মৃত্যু’র খব’র পাওয়া যায়নি।

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top