দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা পাচ্ছে দেশের প্রাথমিকের প্রধান শিক্ষকরা
🕧Published on:
সেবা ডেস্ক: স’রকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষকদে’র ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণি’র গেজেটেড কর্মকর্তা’র পদমর্যাদা দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেটি আপিল বিভাগও বহাল রেখেছেন।
বৃহস্পতিবা’র
প্রধান বিচা’রপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র নেতৃত্বাধীন
আপিল বিভাগ এ রায় দেন।
আদালতে রিটকারীদে’র পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী
সালাউদ্দিন দোলন।
এ’র
ফলে দেশে’র প্রায় ৫২ হাজা’র শিক্ষক
এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ’র
আগে, হাইকোর্ট ২০১৯ সালে’র ২৫
ফেব্রুয়ারি স’রকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষকদে’র বেতন স্কেল দশম
গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা দেওয়া’র নির্দেশ দেন ।
প্রশিক্ষণপ্রাপ্ত
ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ
পদে বেতন স্কেল ১০ম
গ্রেড ক’রতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে
গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালে’র ৯
মার্চ থেকে কার্যক’র ক’রতে
নির্দেশ দেওয়া হয়।
বিচা’রপতি
নাঈমা হায়দা’র ও বিচা’রপতি খিজি’র
আহমেদ চৌধুরী’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
এ রায় দেন। এছাড়া
হিসাব’রক্ষণ অফিস থেকে প্রধান
শিক্ষকদে’র বেতন-ভাতা ও
অন্যান্য আর্থিক সুবিধা নিতে আয়ন-ব্যয়ন
কর্মকর্তা’র ক্ষমতা দেওয়া’রও নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা’র সূত্রাপুরে’র গেন্ডারিয়া মহিলা সমিতি স’রকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক ও বাংলাদেশ স’রকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’র সভাপতি রিয়াজ পা’রভেজসহ ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে ঐ রিট দায়ে’র করেছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।