উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

🕧Published on:

উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নং বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা  আওয়ামী যুবলীগের আহবায়ক তরুণ প্রজন্মের  অহংকার মীর আরিফুল ইসলাম উজ্জ্বল। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক জিএস মোঃ আজিজুল ইসলাম শাহআলম। 

বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রস্তুতি কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন বিএসসি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, প্রচার সম্পাদক ভিপি বাশার। 

অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন, সম্পাদক মোঃ মজনু মন্ডল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন আহমেদ।  

সম্মেলনের দ্বিতীয় পর্বে ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি গঠনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।