নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

🕧Published on:

নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮



নন্দীগ্রাম বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


শনিবার দুপুরে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। থানার ওসি আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেন। 


গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চাঙ্গইর গ্রামের মাদক কারবারি আব্দুল জলিল (৪৫), দেওতা গ্রামের জুয়াড়ি যথাক্রমে জহুরুল ইসলাম (২৫), মিলন হোসেন (৩০), মোরশেদ আলী (২৫), পলাশ মিয়া (২৩), ফরহাদ আলম (২৫), ভোলা জেলার লালমোহন থানার চরভুতা গ্রামের জামাল হোসেন (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার হারতা গ্রামের আমির হোসেন (২৮)। 


পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার আন্দাশুরা এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ২৫ পিচ ট্যাবলেটসহ মাদক কারবারি আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।


 এছাড়া উপজেলার দেওতা বাজার এলাকায় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৫ হাজার ৫২০ টাকাসহ সাত জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।