কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু
🕧Published on:
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বালু ভর্তি একটি ট্রাক্টরের চাপায় আলিফ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
শনিবার দুপুরের দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের সিডির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ যাত্রাপুর ইউনিয়নের খানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত আলিফ তার বাড়ি সংলগ্ন একটি দোকানে চিপস কিনতে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় যাত্রাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক্টর আলিফকে এসে চাপা দিলে সে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ নেওয়ার পথে সে মারা যায়।
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।