বকশীগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক
নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া এলাকায় ৩ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজাসহ আব্দুল খালেক (২৪) নামে এক মাদক কারবারি কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কামালপুর ক্যাম্পের সদস্যরা।
২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া থেকে আটক করা হয়।
বিজিবির নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির এক টহল দল সোমনাথ পাড়ায় অভিযান চালিয়ে খালেককে আটক করে। তার সাথে থাকা আরও ৩ জন পালিয়ে যায়।
এ সময় খালেকের সাথে থাকা সিগনেচার নামক ৩ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাজা উদ্ধার করা হয়। পরে দুপুরে তাদের নামে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।