বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি তরিকুলের মতবিনিময়
🕧Published on:
মতবিনিময় সভার শুরুতেই বকশীগঞ্জ থানার নবাগত ওসি তরিকুল ইসলাম কে বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।- ছবি: সেবা হট নিউজ |
নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ থানার নবাগত ওসি তরিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আট টার দিকে বকশীগঞ্জ থানা প্রাঙ্গনে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে বকশীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলার বিষয় নিয়ে কথা বলেন। ওসি তরিকুল ইসলাম মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ সহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান।
এ সময় বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, আব্দুর রাজ্জাক, গোলাম রাব্বানী নাদিম, জিএম ফাতিউল হাফিজ বাবু, এস এম আশরাফুল আজম, নূরুজ্জামান খান, মো. শাহিন, আফজাল শরীফ, রাকিবুল ইসলাম, মনিরুজ্জামান লিমন, মোজাহিদ ইসলাম বাবুসহ বকশীগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক পরিষদের সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বকশীগঞ্জ সাংবাদিক পরিষদ থেকে আশরাফুল হায়দার, বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিস বাবু, গোলাম রব্বানী নাদিম, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন বকশীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও বকশীগঞ্জ থানার নবাগত ওসি তরিকুল ইসলাম উপজেলার সকল ধরনের অন্যায়, মাদক, জুয়া, বাল্য বিবাহ, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, বিদায়ী ওসি শফিকুল ইসলাম সম্রাট গত ৮ ফেব্রুয়ারী খুলনা রেঞ্জে বদলির পর ঐ দিনই বকশীগঞ্জ থানায় যোগদান করেন ওসি তরিকুল ইসলাম।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।