বাংলাদেশীদের পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

🕧Published on:

বাংলাদেশীদের পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া পররাষ্ট্রমন্ত্রী



সেবা ডেস্ক: রোমানিয়া সরকার বাংলাদেশী কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।


পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, ঢাকায় রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী মার্চে তিন মাসের জন্য ঢাকায় আসবে। তারা ৩৪০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।


উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লীর মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

,

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।