কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে স্বপ্নীল ভূমি সাহিত্য সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার রশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোব্বাত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনা মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ আলোচনা করেন, কাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। মনন সাহিত্য সংগঠনের সভাপতি এম আর টি আরজু, সম্পাদক রাজিব জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী।
অভিষেক অনুষ্ঠানে আব্দুল জলিল স্বপ্নীল ভূমি সাহিত্য সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি মনোনীত হন।
স্বপ্নীল ভূমি সাহিত্য সংগঠন এগিয়ে যাক দূর থেকে বহুদূর,,
উত্তরমুছুনhttps://www.facebook.com/groups/232544291596084/?ref=share
উত্তরমুছুন