উল্লাপাড়া গ্রন্থমেলায় দু'টি বইয়ের মোড়ক উন্মোচন

🕧Published on:

উল্লাপাড়া গ্রন্থমেলায় দু'টি বইয়ের মোড়ক উন্মোচন



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বাদশ গ্রন্থমেলায় লেখক চক্রের সদস্য ডাঃ সুকুমার সুর রায়ের দু'টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১০টায় উল্লাপাড়ার সপ্তাহব্যাপী গ্রন্থমেলায় ৪র্থ দিনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেখকের সোনার হরিণ ও আমি কে ? নামের দু'টি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন 

উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৫ মওদুদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ লেখক চক্রের সদস্যবৃন্দ প্রমুখ।

লেখক সুকুমার সুর রায়ের চলমান জীবনের চড়াই উতরায়ের ঘটনা বহুল চিত্র নিয়ে বইটি রচিত হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারী উল্লাপাড়ার স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বই মেলার উদ্বোধন করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।