কুড়িগ্রামে মুজিববর্ষে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত

🕧Published on:

কুড়িগ্রামে মুজিববর্ষে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত



ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে জেলা শহরের কলেজমোড় ও জর্জ কোট চত্বর ঘুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিলুফা সুলতানা, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে জেলা নির্বাচন অফিস চত্বরে নতুন ভোটারদের দিনব্যাপী নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।