বাঁশখালীতে মসজিদ থেকে বের হয়ে ডাম্পার চাপায় বৃদ্ধা নিহত

🕧Published on:

বাঁশখালীতে মসজিদ থেকে বের হয়ে ডাম্পার চাপায় বৃদ্ধা নিহত



 : বাঁশখালী উপজেলার ছনুয়ায় ডাম্পার চাপায় কবির আহমদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। 


নিহত কবির আহমদ আহমদ একই এলাকার মৃত হাফেজ আবদু সাত্তারের পুত্র।


স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট সংলগ্ন জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে বের হচ্ছিলেন মুসল্লি কবির আহমদ। দুপুর ২টার দিকে মসজিদের সামনের রাস্তায় বের হওয়া মাত্র ডাম্পার চাপায় নিহত হন তিনি।


ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ জনতা এমরান (২১) নামের ডাম্পার চালককে রশি দিয়ে বেঁধে রেখেছে বলে জানা যায়। ঘাতক ডাম্পার চালক খুদুকখালী ৭ নম্বর ওয়ার্ডের ৬০ নম্বর পাড়ার জামাল উদ্দিনের পুত্র।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।