রৌমারীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত

🕧Published on:

রৌমারীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত



 : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 


উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা সংসদ এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর  রহমানের ১০২ তম জম্মদিবস ও জাতীয় শিশু দিবসের কর্মসূচীর সূচনা করেন উপজেলা প্রশাসন। 


উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে কেক কেটে দিন ব্যাপী দিবসটির শুভ উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 

এর আগে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, ওসি তদন্ত এমএ সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমিন আকতার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি এসএমএ মোমেন, সাধারন সম্পাদক শাহাদত হোসেনসহ সকল সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।