কাজিপুরে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু

S M Ashraful Azom
0
কাজিপুরে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু



 : রবিবার(২০ মার্চ)  থেকে শুরু হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম। সিরাজগঞ্জের কাজিপুরে এ কার্যক্রম সফল করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন উপজেলা প্রশাসন। 


এরইমধ্যে কাজিপুরের ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।এজন্যে সুবিধাভোগীদের একটি করে কার্ড বিতরণ করা হয়েছে। 

এই কার্ড দেখেই তারা পণ্য সংগ্রহ করতে পারবেন।পণ্যসামগ্রীও বিতরণের জন্যে প্রস্তুত করা হয়েছে। 

দুপুরে এই তথ্য নিশ্চিত  করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। 

তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব প্রস্তুতির কথা জানান।   

    কাজিপুরে মোট ১১ হাজার ১৪৭ জন নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে প্রতিজন দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। 

মূল্য ধার্য আছে চিনি প্রতি কেজি ৫৫ টাকা। মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা।

 এরমধ্যে প্রথমদিন উপজেলা চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ১৬০ জন ও চরগিরিশ ইউনিয়নে ৬২৭জন এই পণ্য সংগ্রহ করতে পারবেন। 

সকাল দশটায় এই কার্যক্রমের শুরু হবে বলে জানান তিনি। মোট চারজন ডিলারের মাধ্যমে কার্ডধারী নিম্নআয়ের মানুষকে এই সুবিধা প্রদান করা হবে। 

এরপর পর্যায়ক্রমে সোনামুখী ইউনিয়নে ১ হাজার ১৭৭, গান্ধাইল ইউনিয়নে ৯৫৪ শুভগাছা ইউনিয়নে ৬০২, কাজিপুর ইউনিয়নে ৭৫৫, মাইজবাড়ী ইউনিয়নে ৭২৪, খাসরাজবাড়ী ইউনিয়নে ৫৭৪,তেকানি ইউনিয়নে ৬৭৫, নাটুয়ারপাড়া ইউনিয়নে ৮৫০, নিশ্চিন্তপুর ইউনিয়নে ৭৫৪, মনসুরনগর ইউনিয়নে ৮৬৫ এবং কাজিপুর পৌরসভায় ১ হাজার ৪৩০ জন এই কর্মসূচির আওতায় পণ্য পাবেন।  

   

জানা গেছে, উপজেলায় টিসিবির এ পণ্য কেনার বিষয়টি নিয়ে সাধারণ মানুষদের মাঝে উৎসাহের কমতি নেই। 

সুবিধাভোগীদের এই তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিগণ প্রস্তুত করেছেন বলে জানা গেছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top