নন্দীগ্রামে দুই আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

🕧Published on:

নন্দীগ্রামে দুই আওয়ামী লীগ নেতার ইন্তেকাল



নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন (৭০) অসুস্থজনিত কারণে মঙ্গলবার সকাল ৭টায় বগুড়ার শজিমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন। 

একইদিনে সকাল ৮টায় ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মামুন হোসেন (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদযোগর নিজ নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে মরহুম দুই আওয়ামী লীগ নেতার দাফন সম্পন্ন করা হয়েছে। 

তাদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সরফুল হক উজ্জল, যুগ্ম সম্পাদক মুকুল হোসেন মুকুল, মুক্তারিন সরকার, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার রায়, মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক ফারুক কামাল, সদস্য রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহেরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, জুলফিকার আলী, মিজানুর রহমান মাসুম, তারেক মাহমুদ প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রেরিত বিবৃতিতে মরহুমদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।