নন্দীগ্রামে প্রেসক্লাবে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া’র ব্যবস্থাপনায়, দৈনিক পুনরুত্থান ও তাজা খবরের সহযোগিতায় উপজেলার তিন শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন।
প্রেসক্লাব চত্বরে এ সামগ্রী বিতরণকালে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আকতার হোসেন দুলাল, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য ফিরোজ কবির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রাসেকুল ইসলাম রিপন, সাংবাদিক সাখাওয়াত হোসেন হানিফ, রাজু আহমেদ লিটন, রাসেল মাহমুদ, আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।