স্টাফ রিপোর্টার : সংস্কৃতি পারে বিবেকের বিকাশ ঘটাতে-এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২এপ্রিল) বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ঢাকা জেলা গোলাম বাজার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। দোয়াপূর্ব আলোচানা য় তিনি বলেন, ‘ সংস্কৃতিকই পারে বিবেকের বিকাশ ঘটাতে। এই সংস্তৃকির নানা জাতি ধর্মের মানুষকে একই ছাদের নিচে নিয়ে আসতে পারে। এতে করে সামাজিক, ধর্মীয়, পারিবারিক সব ক্ষেত্রেই মানুষের শুদ্ধ বিবেক জাগ্রত হয়।’
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ঢাকা জেলার সভাপতি সজীব আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের একান্ত সহকারি তোফায়েল আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের প্রচার সম্পাদক শাহিন আলম, কেন্দ্রিয় কমিটির আরেফিন হক আলভি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি আরভি আহমেদ ইভা প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।