জামালপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সংবর্ধিত
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদকে সংবর্ধনা প্রদান করেছে। শুক্রবার জামালপুর ও ইসলামপুর জাতীয় পার্টি যৌথভাবে এই সংবর্ধনা সভার আয়োজন করে।
জাতীয় পার্টির জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান, জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ মাহমুদুল্লাহ, জেলা যুব সংহতির সভাপতি এডভোকেট আনিছুর রহমান মানিক,সাধারণ সম্পাদক এডভোকেট কাজী খোকন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু প্রমূখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবর্ধনার আগে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহর প্রদক্ষিণ শেষে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।