জামালপুরে পলাতক খুনি ও মাদককারবারিকে আটক করেছে র্যাব
জামালপুর সংবাদদাতা : জামালপুরে হত্যা মামলার পলাতক আসামী সাজু মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সে জামালপুর সদর থানার মহেশপুর কালিবাড়ি গ্রামের সাহাদ আলীর ছেলে বলে জানা গেছে।
৩ এপ্রিল বিকেল ৩ টায় অভিযান চালিয়ে সাহাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার শেষে সদর থানায় হস্তান্তর করা হয়। সে ২০১৪ সাল থেকে পলাতক ছিল।
অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে মাদরগঞ্জ উপজেলার কামারপাড়া বটতলা এলাকা থেকে হেরোইনসহ আনিছুর রহমান (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উত্তর ধারাবর্ষা গ্রামের আয়নাল শেখের ছেলে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মুল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গ্রেপ্তারকৃতদের একজনকে সদর থানা অপরজনকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।