জামালপুরের র্যাবের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : জামালপুরের র্যাবের পৃথক অভিযানে ১৫৬ পিস ইয়াবাসহ তিন ইয়াবাকারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলো শফিকুল ইলাম (২৫)। সে শেরপুরের জুগনীবাগ গ্রামের সুরুজ আলীর ছেলে। বামনেরচর মোড় থেকে ৩৪ পিস ইয়াবা একটি মোবাইল জব্দ করা হয়। ৫ এপ্রিল সন্ধ্যার দিকে জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় ১০ হাজার টাকা।
অপরদিকে একইদিন দুপুরের দিকে র্যাবের পৃথক অভিযানে আরো দুই মাদককারবারিকে আটক করেছে। এরা হলো শ্রীবর্দী থানার ঝগড়ারচর তিনানীপাড়ার রুস্তম আলীর ছেলে আল আমিন (২১) এবং ভাড়ারচরের বাবুল মিয়ার ছেলে আসমত আলী (২০)। ঝগড়ারচর মদকপাড়া থেকে ১২২ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত ইয়াবার মুল্য প্রায় ৩৬ হাজার টাকা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। র্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।