ইসলামপুরে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের পুত্র লিটন শেখ(২৭) ও গাইবান্ধা সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের শরিফুল ইসলামের পুত্র স্বপন মিয়া(২৩)।
জানাগেছে,এএসআই খোকন মিয়ার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গুঠাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের নিকট একটি সাদা বস্তা তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল এনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান- তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।