নন্দীগ্রামে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৪

🕧Published on:

নন্দীগ্রামে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৪



 : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারিসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন- মাদক মামলায় উপজেলার ইউসুফপুর হঠাৎপাড়ার মৃত ছলিম কবিরাজের ছেলে বাচ্চু পাথর (৫৭), ওয়ারেন্টমূলে উপজেলার কল্যাণনগরের মৃত সোলাইমানের ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের অসিমুদ্দিনের ছেলে রাশেদ আলী ও মৃত শ্রীরাম চন্দ্রের ছেলে কুখ্যাত মাদক কারবারি কার্তিক মহন্ত।


নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করে জানান, গতরাতে ইউসুফপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি বাচ্চু পাথরকে গ্রেফতার করা হয়। 


একই রাতে পৃথক অভিযানে ওয়ারেন্টমূলে কুখ্যাত মাদক কারবারি কার্তিক মহন্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।