ইসলামপুরে ৬ প্রার্থীর মনোনয়ন প্রাথমিক অবৈধ ঘোষণা

🕧Published on:

ইসলামপুরে ৬ প্রার্থীর মনোনয়ন প্রাথমিক অবৈধ ঘোষণা



 : জামালপুরের ইসলামপুরে শেষধাপে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ সংরক্ষিত ১ ও সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়ন প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসারা। 


 বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই  শেষে এ ঘোষণা দেওয়া হয়। ৬টটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষিত ৮৩, সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


এতে চেয়ারম্যান পদে চিনাডুলী  ইউনিয়নের আব্দুস ছালাম (নৌকা), সাপধরী ইউনিয়নের জয়নাল আবেদীন বিএসসি (স্বতন্ত্র), পার্থশী ইউনিয়নের এরশাদ হোসেন (স্বতন্ত্র), বেলগাছা ইউনিয়নের শামসুল আলম ঘেরু (স্বতন্ত্র) প্রাথমিক ভাবে মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার। 


উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে মনোনয়নপত্র  অবৈধ ঘোষিত হওয়া প্রার্থীদের আগামী ৩দিনের মধ্যে জেলা নির্বাচন অফিসার ও আপিল গ্রহণকারী কর্তৃপক্ষ ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ এর বরাবর আপিল করার সুযোগ রয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরাও আপিল করতে পারবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৬ মে প্রত্যাহার এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৫ জুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে  ইসলামপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।