কাজিপুরে ইটভাটার কারণে ফসলহানী-ক্ষতিপূরণ পেলেন কৃষক
🕧Published on:
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার থ্রি স্টার ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা পেলেন আর্থিক সহায়তা। মঙ্গলবার দুপুরে উপজেলার দশজন কৃষককে বোরো ধানের ক্ষতিপূরণ হিসেবে দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস কৃষকদের হয়ে ওই ভাটা মালিকের নিকট থেকে ওই টাকার ব্যবস্থা করেন।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান,‘ উপজেলার গান্ধাইল ইউনিয়নে অবস্থিত থ্রিস্টার ইটভাটার কারণে আশপাশের বেশকিছু জমির ধানে চিটা দেখা দেয়। পরে ক্ষতিগ্রস্থ কৃষকগণ বিষয়টি জানালে ইউএনও মহোদয়ের মাধ্যমে কৃষকদের জন্যে সহায়তার ব্যবস্থা করা হয়। আজ সেই অর্থ দশজন কৃষকের মাঝে জমির হার অনুযায়ী বিতরণ করা হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান,ভাটা মালিককে কৃষকের ক্ষতির বিষয়টি জানালে তিনি তা পূরণের প্রতিশ্রুতি দেন। এতে কৃষক ক্ষতির হাত থেকে বেঁচে গেলো।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।