নন্দীগ্রামে মহান মে দিবস পালন
🕧Published on:
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত পৃথক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সদরের স্থানীয় বাসস্ট্যান্ডে সাবেক বাঁধন সিনেমাহল চত্বরে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল।
এতে আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রাজ, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস সালাম, উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. ফজলুর রহমান, সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।