লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন হয়েছে। পৌর শহরের ফকির পাড়া গ্রামের রঞ্জু শাহ ফকিরের স্ত্রী দীর্ঘদিন থেকে তিনি থাইরয়েডেকটমি রোগে ভূগছিলেন।
![]() |
ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন |
বুধবার রাতে ঢাকার পিপলস কেয়ার হাসপাতালে সার্জন ডা. ইউসুফ আলীর তত্ত¡াবধানে তার অপারেশন সম্পন্ন হয়।
ইসলামপুর উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ শওকত হাসান মিয়া বলেন, আঞ্জুমান বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তার এই জটিল রোগের অপারেশনের সম্পূর্ণ ব্যয় আমরা উন্নয়ন কমিটির নিজস্ব অর্থায়নে বহন করেছি। পিছিয়ে পরা ইসলামপুরবাসীর কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
এ সময় উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল-মানব কল্যাণে আমাদের এ ধারা অব্যহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
ইসলামপুর নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।