বকশীগঞ্জে ফুটবল টুর্নামেন্ট অনুধর্ব-১৭ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
🕧Published on:
নূরুজ্জামান খান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, অনুর্ধ্ব-১৭(বালক) ২০২২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর সভার কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ৮টি দল নিয়ে আগামী ১৪ই মে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।