বকশীগঞ্জে ১৫ গ্রামের মানুষের পারাপারের ভরসা একমাত্র নৌকা! দুর্ভোগে মানুষ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে ১৫ গ্রামের মানুষের পারাপারের ভরসা একমাত্র নৌকা! দুর্ভোগে মানুষ



 : জামালপুরের বকশীগঞ্জে পারাপারের জন্য ব্রিজ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। নদ পার হওয়ার জন্য চরের মানুষের একমাত্র ভরসা নৌকা।

স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রæত সময়ের এই নদের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলে ভোগান্তি কমবে চরাঞ্চলের কয়েক হাজার মানুষের। 

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই নদ মেরুরচর ইউনিয়নকে দুই ভাগে ভাগ করেছে। এই নদের ভাটি কলকিহারা থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় ২০০ মিটার রশি ব্যবহার করে নৌকায় পারাপার হতে হয় মানুষকে। এই নৌকা দিয়েই ভাটি কলকিহারা, দুর্গাপুর ,মাইছানির চর, ফকির পাড়া, গোয়ালেরচর সহ ইসলামপুর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৫ টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন।

এই নদের কারণে ভাটি কলকিহারা, মাইছানির চর, ফকির পাড়া গ্রামের মানুষ সহ কয়েকটি গ্রামের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় ফলে তারা উপাদন করেও লাভের মুখ দেখতে পারেন না। একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে হলে অতিরিক্ত সময় ব্যয় করে নৌকা দিয়ে পারাপার হতে হয়। ভাটি কলকিহারা বা মাইছানির চর গ্রামের কোন মানুষ কাজের জন্য উপজেলা শহরে যেতে হলে তাকে কমপক্ষে ২ ঘন্টা সময় বেশি নিয়ে যেতে হয়। 

ব্রিজ নির্মাণ না হওয়ায় নারী,পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থী সহ সবাই রয়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় এলাকাবাসীর ধারণা এই নদের ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ হলে মানব জীবনে যেমন দুর্ভোগ কমবে তেমনি অর্থনীতির গতিপথ দ্রæত বদলে যাবে। 

অবহেলিত ভাটি কলকিহারা গ্রামের কৃষক রুস্তম আলী জানান, এই নদের কারণে আমরা এই এলাকার প্রায় ২০ মানুষ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছি।

উন্নয়নের ছোঁয়া না থাকায় এই এলাকার মানুষ সরকারের গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় এই এলাকার মানুষ নাজুক পরিস্থিতির মধ্যে থাকায় এই এলাকার জীবনমান এখনো নি¤œমুখী রয়েছে। 

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জনান, একটি ব্রিজের অভাবে স্থানীয় মানুষ নানামুখী সমস্যায় রয়েছেন । আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। 

বকশীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো.শামছুল হক জানান, এই নদের ওপর ১০০ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া আছে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্রিজ নির্মাণ করার দ্রæত উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকতা নিয়ে কাজ করছি।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top