সিলেটে আযহারী সাইবার টিম বাংলাদেশে'র উদ্যোগে ২য় বার ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
0
সিলেটে আযহারী সাইবার টিম বাংলাদেশে'র উদ্যোগে ২য় বার ত্রাণ বিতরণ



: আজ ২০ জুন ২০২২ রোজ সোমবার দেশের অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন " আযহারী সাইবার টিম বাংলাদেশে'র উদ্যোগে হযরত শাহ জালালের পূণ্যভূমি সিলেটের বন্যায় কবলিত এলাকা সমূহ ১ হাজার পরিবারকে প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকার মানবিক ত্রাণ সামগ্রী সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী তত্ত্বাবধানে বিতরণ চলছে।


উল্লেখ্য ইতিপূর্বে আযহারী সাইবার টিম বাংলাদেশের উদ্যোগে মে -২০২২ইং মাসে ১ম বন্যা দেখা দিলে সিলেটের জাকিগঞ্জ, কালিগঞ্জ সহ প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৪ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছে।


এসময় তিনি বলেন- এদেশ সকলের, এদেশে একজনের বিপদে অপরজন এগিয়ে আসার সংস্কৃতি বহু বছরের। সিলেটে বন্যায় কবলিত এলাকার মানুষের হাহাকার সত্যিই কষ্টের। তাই তাদের সাহায্যার্থে বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহবান জানান।  

তিনি আরো বলেন- পানি কমতে শুরু করলেও বহু এলাকা এখনো পানিতে ডুবে রয়েছে।  কিছু থানায় এখনে ত্রাণ বা কোন সাহায্য পৌছাইনি। কারণ যোগাযোগের ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।  তাই আসুন এসব অসহাদের পাশে এসে দাড়ায়,সাহস যোগায়। 

আযহারী সাইবার টিম বাংলাদেশে'র সদস্যবৃন্দ ত্রণ বিতরণের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরলস ভাবে যে খেদমত দিয়ে যাচ্ছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই।


ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, মসুর ডাল, আলু,  চিড়া, মুড়ি, লবন,পেঁয়াজ, সয়াবিন তেল, চিনি, সাবান, ওরস্যালাইন, জরুবী ঔষধ সহ ১৮ পদের ত্রাণসামগ্রী সিলেটের সুনামগঞ্জ জেলায় বিতরণ করা হয়। 


এই সময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ জাকির হুসাইন, মঞ্জুর আলম, আব্দুস সাত্তার, নাজিম উদ্দিন, সাইফুল, তৌহিদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন জেলা , থানা শাখা, উপশাখার কর্মীরা নিরলস ভাবে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top