মহানবীকে কে কুটক্তির প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
🕧Published on:
লিয়াকত হোসাইন লায়ন: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের নবীন কুমার জিন্দাল ও নুপুর সর্মার কটুক্তি ও চরম অপমাননাকর মন্তব্য করার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তৌহীদি জনতার আয়োজনে শুক্রবার জুম্মা নামাজের পর ধর্মকুড়া মডেল মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় ঐতিহাসিক বটতলা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
তৌহীদি জনতার আহবায়ক মাওলানা আমিনূল ইসলামের সভাপতিত্বে এতে সদস্য সচিব মাওলানা সুলতান মাহমুদ,আঃ খালেক প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধন কারীরা নবীন কুমার জিন্দাল ও নুপুর সর্মার সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এতে উপজেলার বিভিন্ন মসজিদের মুসুল্লিরা অংশ নেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।