নূরুজ্জামান খান : শেরপুরের সদর থানাধীন জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জামালপুরের র্যাব-১৪ টিম।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রবিবার (১৯ জুন) বিকাল ৪ টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন জঙ্গলদী আমতলা চৌরাস্তা সংলগ্ন মাষ্টার ট্রেডার্স এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কথিত মাদক দ্রব্য হেরোইনসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। আঃ সালাম (২৫), পিতা- গুঞ্জর আলী, সাং-ইলশা (নামাপাড়া), থানা-শেরপুর সদর, জেলা-শেরপরে এবং উক্ত আসামীর নিকট হতে ২৪ (চব্বিশ) গ্রাম কথিত মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য = ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।