উল্লাপাড়া বিজ্ঞান কলেজের তানভীর ইমাম ছাত্রাবাসে আগুন

🕧Published on:

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের তানভীর ইমাম ছাত্রাবাসে আগুন



 : সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের তানভীর ইমাম ছাত্রাবাসের ৬ টি রুম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ছাত্রাবাসের ছাত্রদের বই পুস্তক ও আসবাব সামগ্রী সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 


বুধবার বিকেলের দিকে উল্লাপাড়া পৌর সভার ঝিকিড়া মহল্লার ওই ছাত্রাবাসে আগুন লাগে। ছাত্রদের চিৎকারে মহল্লাবাসী এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। 


উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে এসে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 


ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোঃ জালাল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 


এ অগ্নিকান্ডে তানভীর ইমাম ছাত্রাবাসের ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্কসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।