নন্দীগ্রামে নৌকা পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জিয়া বিজয়ী

S M Ashraful Azom
0
নন্দীগ্রামে নৌকা পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জিয়া বিজয়ী



: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি অটোরিকশা প্রতীক পেয়েছেন ১১২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক (চশমা) পেয়েছেন ৬৯১৮। 


বুধবার (১৫ জুন) সন্ধ্যায় প্রাপ্ততথ্যে আরও জানা যায়, বুড়ইল ইউনিয়নের নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ভবেশ চন্দ্র সরকার (ঘোড়া প্রতীক) ৩৯২৯ ভোট, আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন মন্ডল (নৌকা) ১৮৩৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আহসানুল হক (মোটরসাইকেল) ৪৮৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন হিমেল (আনারস) ২৪৯ ভোট। 


নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

বুধবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলাকালে কোথাও কোনো অপপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন। ২৪ হাজার ৬৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 


উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চতুর্থ ধাপে ৪টি ইউনিয়নে গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাজন জটিলতায় বুড়ইল ইউনিয়নের নির্বাচন পিছিয়ে যায়। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top