জামালপুরের র্যাবের হাতে অস্ত্রসহ দুই মাদক কারবারি আটক
জামালপুর সংবাদদাতা : জামালপুরের র্যাব-১৪ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই মাদককারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার সিগ্রামপুরের রইচ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং আকিক মিয়ার ছেলে হুমায়ুন কবির (৪০)।
র্যাবের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ৫ জুন র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে পিস্তল, ম্যাগজিনসহ ১৩০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মুল্য ২ লক্ষাধিক টাকা। আটককৃতদের কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।