বকশীগঞ্জে বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনে দি হাঙ্গার প্রজেক্টের প্রচারাভিযান
নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উপলক্ষে প্রচারাভিযান কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে বকশীগঞ্জ পৌর এলাকা থেকে মাইকিং এর মাধ্যমে প্রচারণা শুরু করা হয়।
ইউনিসেফ বাংলাদেশ এর দি হাঙ্গার প্রজেক্ট এ কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের উদ্যোগে ওই প্রচারাভিযান চালানো হচ্ছে।
দি হাঙ্গার প্রজেক্টের জামালপুর জেলা সমন্বয়কারী এসএম আতিকুর রহমান সুমন জানান, সারাদেশে ৪ জুন থেকে বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে। মানুষ যেন এই সাত দিন তাদের নিকটস্থ টিকা কেন্দ্রে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারেন সেজন্য আমরা এই প্রচারাভিযান পরিচালনা করছি।
বকশীগঞ্জ পৌরসভা সহ সাত টি ইউনিয়নেই গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মাইকিং এর মাধ্যমে প্রচার কাজ করা হচ্ছে। পাশাপাশি জামালপুর জেলার অন্যান্য উপজেলাতেও এই জনসচেতনামূলক প্রচারাভিযান অব্যাহত থাকবে। ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত এই প্রচার কাজ অব্যাহত থাকবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।