কাজিপুরে চৌদ্দশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন আমন বীজ ও সার
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১ হাজার চারশ কৃষক পেলেন খরিপ-২ মৌসুমের রোপা আমন ধানের বীজ ও সার। শুক্রবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহমেদ। উপজেলার ১২ টি ইউনিয়নের চর এবং বিড়া অঞ্চলের কৃষকগণ প্রতিজন পেয়েছেন আমন ধানের নাবী জাতের ৫ কেজি বীজ ও বিশ কেজি সার।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।