বকশীগঞ্জে মটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে স্বাস্থ্যসহকারী নিহত
🕧Published on:
শামীমুল ইসলাম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে মটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে ফজলুল হক (৫০) নামে এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছে।
আজ শুক্রবার (৮ই জুলাই ২০২২) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রৌমারী আঞ্চলিক হাইওয়ে রোডের উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক,বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে ও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাট্টাজোড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়,নিজবাড়ী চন্দ্রাবাজ থেকে বকশীগঞ্জ আসার পথে উপজেলা পরিষদের সামনে ব্যটারী চালিত অটো-রিক্সার সাথে মোটরসাইকেল মুখামুখি সংর্ঘষ হলে গুরুতর আহত হন ফজলুল হক ও তার ছেলে শান্ত ।
পরে দ্রুত বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজের স্থানান্তর করা হলে পথেই মারা যায় ফজলুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন,আঞ্চলিক হাইওয়ে রোডে গতি নিয়ন্ত্রণে সকল প্রকার যানবাহন চালক,পথচারী সবার সচেতন থাকার ব্যপারে আন্তরিক হতে হবে।
শেয়ার করুন
সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন2comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।
জুলাই ০৮, ২০২২ ৮:৩৯ PM
কোথাই আঘাত পাইছিলো
জুলাই ০৮, ২০২২ ১১:০৮ PM
বকশীগঞ্জ থেকে চাঁদাবাজ যাওয়ার পথে এক্সিডেন্ট হয়