নবাবগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
🕧Published on:
অলিউর রহমান মেরাজ : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার দুপুর ১ টায় প্রত্যেক পরিবারের মাঝে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব, অনটনে থাক তা শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম ও সাংবাদিক অলিউর রহমান মিরাজ প্রমুখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।