![]() |
কাজিপুরের সোনামুখী ইউনিয়নের দেড় হাজার হতদরিদ্র পেলেন বিশেষ সহায়তার চাল |
স্টাফ রিপোর্টার : কাজিপুরের সোনামুখী ইউনিয়নের প্রায় দেড় হাজার হতদরিদ্র পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বৃহস্পতিবার সোনামুখী ইউনিয়ন পরিষদ থেকে প্রতিজনকে দশ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
সকালে এই বিতরণ কাজের উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষ্যে আমার ইউনিয়নবাসীর জন্যে এই চাল উপহার হিসেবে দিয়েছেন। আশা করি যোগ্য মানুষই এটা পেয়েছে এবং তারা নিজেদের প্রয়োজনে মেটাবেন।
এসময় সোনামুখী ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য রিপন মিয়া, মামুনুর রশিদ, মতিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।