![]() |
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা! |
নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধ রিংজাল এর ব্যবহার ও কারেন্ট জাল বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
আজ ৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে পৌর শহরের নিউ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১০ টি পোনা মাছ নিধনের রিংজাল, ২৫ টি কারেন্ট জাল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য সংক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জানযট সৃষ্টি করে দিনের বেলায় পৌর শহরে ট্রাক চলাচল করায় একজন ট্রাক চালককে ১০ হাজার টাকা এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অন্য জেলা থেকে মোটরসাইকেল নিয়ে আসায় বিভিন্ন মোটরসাইকলে চালককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।