উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ জুয়া খেলার সময় ৪ জুয়ারি কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রাম বিলে নৌকার উপর ভ্রাম্যমান এই জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারি কে আটক করে। আটককৃতরা হলেন উল্লাপাড়ার গয়হাট্টা বাজার এলাকার জহুরুল ইসলামের ছেলে সামিউল ইসলাম সাগর (৩৫), গয়হাট্টা ফরিদপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শামিম রেজা (৪০), গয়হাট্টা বাগলগাঁতী গ্রামের নাজিমুদ্দিন এর ছেলে আব্দুল হালিম (৪৫), চন্দ্রগাঁতী গ্রামের আরিফ উদ্দিনের ছেলে মোঃ জাহিদ (৪৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা বর্ষা মৌসুমে চলনবিল এলাকায় নৌকা উপর ভ্রাম্যমাণ জুয়া বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলা পরিচালনা করেন। এই জুয়া খেলতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুয়ারিরা হাইজ ও মাইক্রোবাস যোগে এই এলাকায় আসে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, ব্যবহৃত নৌকা এবং জুয়া খেলার সরঞ্জাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।