জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে সপ্তাহব্যাপী কৃষি মেলা ৭ আগস্ট থেকে শুরু হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত মেলার উদ্ধোধন করেন-পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন।
ইউএনও সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার এবং প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে চারাগাছ বিতরণ করা হয়। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।