শফিকুল ইসলাম : শেখ কামালের জন্ম দিন সম্পর্কে কুটুক্তি করায় গ্রেফতারের ২৪ ঘন্টা পর রিপন হোসাইন ইমন (২১) নামের এক কলেজ ছাত্রকে আইসিটি মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৫টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী এলাকায়। এর আগে বন্দবেড় ইউনিনের বন্দবেড় গ্রামের আওয়ামলীগ সমর্থক নাজমুল আলম বাদী হয়ে রিপনকে আসামী করে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সারা দেশের ন্যায় রৌমারীতেও শেখ কামালের জন্ম দিন যথাযথ মর্যাদায় পালিত হয়। এসময় উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে কুড়িগ্রাম সরকারি কারিগরি কলেজ পড়–য়া ছাত্র রিপন হোসাইন তার নিজস্ব ফেসবুক আইডিতে ‘শুভ জন্ম দিন ব্যাংক ডাকাত’ বলে স্ট্যার্টস দেয়।এ বিষয়ে রৌমারী থানায় অবগত করা হলে খোজখবর নেয় পুলিশ। পরে ওসি তদন্ত নুরুজ্জামান সরকার ও এসআই এনামুল হকসহ একটি পুলিশের দল ওই এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকাল ৫ টার দিকে চর শৌলমারী বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এর পর শুরু হয় নাটক ও তদবির। অবশেষে সকল জল্পনা কল্পনা ও নাটকীয় ঘটনার অবসান ঘটিয়ে শনিবার মামলা দিয়ে রিপন হোসাইন ইমনকে কোর্টে প্রেরন করেন।
অপর দিকে আটক হওয়া রিপন হোসাইন ইমন বলেন, আমার বন্ধুর নাম কামাল, তার জন্ম দিনে মজা করে এ স্ট্যার্টসটি দিয়েছি।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি তদন্ত নুরুজ্জামান বলেন, আসামীকে আটক করে আইসিটি মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে এবং তদন্ত অব্যহত রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।