বগুড়া নেকটা‌রে শিক্ষক প্রশিক্ষণ উ‌দ্ধোধন

🕧Published on:

 : বগুড়ায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) এ শিক্ষক প্রশিক্ষণ উ‌দ্ধোধন করা হ‌য়ে‌ছে।

বগুড়া নেকটা‌রে শিক্ষক প্রশিক্ষণ উ‌দ্ধোধন



শ‌নিবার সকাল ৮:০০ টায় বগুড়ায় নেকটার মিলনায়তনে সারা দে‌শের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্স‌ের ৩৭-তম ব‌্যাচ এর উদ্বোধন করেন প্রধান অ‌তি‌থি প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র স‌চিব মোঃ আ‌মিনুল ইসলাম খান, ভা‌র্চুয়ালী তি‌নি এ প্রশিক্ষ‌ণের সা‌র্বিক সফলতা কামনা ক‌রে বক্ত‌ব‌্য রা‌খেন।



নেকটার পরিচালক উপস‌চিব মোঃ শা‌ফিউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।

উ‌ল্লেখ‌্য  ৪৫ জেলার ৯৫ টি উপ‌জেলার শিক্ষক‌-শি‌ক্ষিকাবৃন্দ ৩৭-তম ব‌্যা‌চে ১১৮ জন প্রশিক্ষণাথী মাসব‌্যাপী সম্পূর্ণ আবা‌সিক এ প্রশিক্ষ‌ণে অংশ নি‌চ্ছেন।।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।