শফিকুল ইসলাম : রৌমারী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মন্ডলের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় মরহুমের জানাযা নামাজ নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুস্পর্বক অর্পন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। তিনি গত রবিবার বার্ধক্যজনিত কারনে রংপুর কম্ফোট একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে নিয়ে আসলে সকালে নিজ বাড়িতেই মারা যান (ইন্নালিলাহি-রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাশাইল গ্রামের জন্ম গ্রহণ করেন। তার বাবা আব্দুর রহমান। জানাযা নামাজের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাশেল (ভার:), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী রাজা, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা রফিউর হক,বীর মুক্তিযোদ্ধা চান্দ উল্লাহা, সহকর্মী আব্দুর রশিদ, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী থানার ওসি তদন্ত মো: নুরুজ্জামান, আলহাজ্ব লোকমান ডিলার, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভার:) আব্দুল খালেকসহ অসংখ্য মানুষ। তিনি কলেজে পড়ার সময় দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে এগারো নম্বর সেক্টরে সম্মুখযুদ্ধে ভুমিকা রাখেন। যুদ্ধের পর মানবসেবায় নিজেকে যুক্ত করে বেসরকারি সংস্থা ব্র্যাক ও নিজেরা করি সংস্থায় বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।