নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়া’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে কেক কর্তন করেন অতিথিরা।
এর আগে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি মো. বকুল হোসেনের সভাপতিত্বে ক্লাব কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক মুক্তজমিন-তাজাখবর সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
এতে আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. শাহিরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক কাশেম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জুলফিকার আলী ভূট্রো, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, মো. নাজির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা সভাপতি বদরুদ্দোজা তৌফিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রাজ, সাংবাদিক রাসেল মাহমুদ, সাখাওয়াত হোসেন হানিফ, মিজানুর রহমান মুকুল, আব্দুল আহাদ, তানসেন আলী মন্টু, হাফছা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।