নন্দীগ্রামে ফিলিং স্টেশন ও মিষ্টি দোকানির জরিমানা

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রামে জ¦ালানি তেলের পরিমাপে কারচুপি করায় চৌধুরী ফিলিং স্টেশন ও অস্বাস্থ্য্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে দুই দোকানির জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নন্দীগ্রামে ফিলিং স্টেশন ও মিষ্টি দোকানির জরিমানা



 বুধবার বিকেলে উপজেলার শিমলা বৈশাখী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত। 


জানা গেছে, উপজেলার চারটি ফিলিং স্টেশনের ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। 


এ সময় কাথম-কালিগঞ্জ সড়কের শিমলা বাজারে চৌধুরী ফিলিং স্টেশনে পরিমাপক যন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানকে ৫০ হাজারা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে একই বাজারে সাকিব দই মিষ্টি ও সৈকত দই মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। 


অস্বাস্থ্য্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করা ও ওজনে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top