জামালপুর প্রতিনিধি : দেশের ফুটবলের মান উন্নয়নে আগামী জানুয়ারিতে জামালপুরে শুরু হতে যাচ্ছে ফুটবল একাডেমির কার্যক্রম। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং বাফুফে কর্মকর্তারা জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম পরিদর্শন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী রেজা, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী নাজিম উদ্দীন, বাফুফের গ্রাসরুটস এর ম্যানেজার হাসান মাহমুদ জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন ও ফুটবল ক্লাবের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পৌর মেয়র ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “বাংলাদেশ ফুটবলের পুনর্জাগরণসহ শক্তিশালী জাতীয় ফুটবল দল গঠনের লক্ষ্যে বছরব্যাপী ফুটবল প্রতিযোগিতাসমূহ আয়োজন, প্রশিক্ষণ প্রদান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় জামালপুরে এ ফুটবল একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এই একাডেমিতে দেশী ও বিদেশী কোচদের তত্ত¡াবধানে দেশের বিভিন্ন জেলার বাছাইকৃত ৪০ থেকে ৪৫ জন ছেলেকে ৫ বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
জামালপুরে আগামী বছরের জানুয়ারী মাসে ফুটবল একাডেমির কার্যক্রম শুরু হবে। এছাড়াও মাগুরা ও রাজশাহীতে চালু হতে যাচ্ছে আরও দুটি ফুটবল একাডেমির কার্যক্রম। এর মধ্যে রাজশাহী একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে নারী ফুটবলারদের।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।