বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে আজ বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সহ¯্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মালিবাগ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয়, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহসভাপতি আবু জাফর, সহসভাপতি জয়নাল আবেদিন, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য সচিব আব্দুল আলিম তারা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব , উপজেলা তাঁতী লীগের আহŸায়ক রাকি বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাজ রাজন, যুগ্ন আহŸায়ক শোয়েব আল হাসান সজল সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যদি দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করেন আওয়ামী লীগ এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।